স্টাফ রিপোর্টার: ঢাকা-কাঠমাণ্ডু বাস সার্ভিস চালু হচ্ছে। এ বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল সরকার। গতকাল রোববার কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে একমত হন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং নেপালের ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী বিমলেন্দু নিধি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্ট আগামী জানুয়ারিতে কার্যকর করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ সময় দু মন্ত্রী ডিসেম্বরের মধ্যে সব পক্ষকে নিয়ে চুক্তি বাস্তবায়নের সকল প্রস্তুতি শেষ করবেন বলে জানান। এছাড়া সার্ক মোটর ভেহিকল অ্যাগ্রিমেন্টের বিষয়টি এগিয়ে নিতে একমত হন দু মন্ত্রী। এ লক্ষ্যে সার্ক সচিবালয় আগামী সেপ্টেম্বরে নেপালে সার্ক দেশসমূহের পরিবহনমন্ত্রীদের এক সভা আহ্বান করতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনীয় প্রটোকল চূড়ান্ত করার লক্ষ্যে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তায় ঢাকায় চার দেশের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পর্যায়ের বৈঠক হবে।