আর্সেনালের কাছে চেলসির হার

 

মাথাভাঙ্গা মনিটর: ইংলিশ ফুটবল মরসুমের উদ্বোধক ম্যাচেই আর্সেনালের কাছে হারের স্বাদ পেল চেলসি। গতকাল রোববার চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর্সেনালের পক্ষে খেলার ২৪ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলিন। এই প্রথম আর্সেন ওয়েঙ্গারের কাছে হারতে হলো স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহোকে।

এর আগে মরিনহোর বিপক্ষে ১৩ ম্যাচের সাতটিতে হেরেছেন, ছয়টি ড্র হয়েছে। এই ১৩ ম্যাচের মরিনহোর দলের কাছে ওয়েঙ্গারের দল ২১ গোল হজম করেছে, দিতে পেরেছে মাত্র ছয়টি।

Leave a comment