স্টাফ রিপোর্টার: দুপুরের পর থেকে যেমন রোদ উঠলো, তাতে বিশ্বাস করা কঠিন যে, বৃষ্টির কারণে এমন দিনের খেলাও বাতিল হয়েছে। প্রশ্ন যতই থাক, শেষ পর্যন্ত সত্যি হলো, টানা তৃতীয় দিনের মতো ঢাকা টেস্টের খেলা পরিত্যক্ত হলো। প্রথম দিন নির্বিঘ্নে খেলা হয়েছিলো। সেখানে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এরপর টানা তৃতীয় দিনের খেলা বাতিল হওয়াতে আজ পঞ্চম দিনটাই আছে শেষ ভরসা। এর আগে চট্টগ্রাম টেস্টের শেষ দু দিন ভেসে গিয়েছিলো বৃষ্টিতে। ফলে এই সিরিজে এখন পর্যন্ত ৯ দিনের পাঁচদিনের খেলাই পণ্ড।
গতকাল সকালে বৃষ্টি থেমে গেলে দু দলের খেলোয়াড় মাঠে নেমেছিলো। মাঠ শুকিয়ে ফেলাও হয়েছিলো। বেলা একটায় মাঠ পরিদর্শনের সময় নির্ধারণ করেছিলেন আম্পায়াররা। কিন্তু সেই সময় শুরু হয় প্রবল বৃষ্টি। ফলে একটা ৫ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পরপরই অবশ্য প্রবল রোদ হেসে ওঠে। এর আগে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে হওয়া বৃষ্টির দাপটে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। গত শনিবার বেলা সোয়া দু’টায় খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো। কিন্তু এ সিদ্ধান্তের পরপরই বৃষ্টি নামলে খেলা শুরু করা সম্ভব হয়নি। ড্র হওয়া চট্টগ্রাম টেস্টের শেষ দু দিনের খেলাও ভেসে গিয়েছিলো বৃষ্টিতে।