বাবা হচ্ছেন জাকারবার্গ দম্পতি

 

মাথাভাঙ্গা মনিটর: ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও প্রিসিলা দম্পতির কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান। আর এ খবরটি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেই জানিয়েছেন। জাকারবার্গ ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিসিলির ও আমার জন্য রোমাঞ্চকর খবর, আমাদের কন্যা হচ্ছে। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় হবে এটি। আমরা সত্যিই ভাগ্যবান যে, সিলা (প্রিসিলা চ্যান) একজন চিকিৎসক ও শিক্ষাবিদ হিসেবে আর আমি ফেসবুক কমিউনিটি আর দাতব্য কাজ করে বিশ্বজুড়ে মানুষের জীবনকে ছুঁয়ে যেতে পেরেছি। এখন আমাদের লক্ষ্য হবে আমাদের মেয়ে ও পরবর্তী প্রজন্মের পৃথিবীটাকে আরো সুন্দর করে যাওয়া। তিনি বলেন, এর আগে গর্ভধারণ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়েছে প্রিসিলাকে। তিন বার গর্ভপাত হয়েছে। তবে এবারে সেই ঝুঁকি অনেক কম। উল্লেখ্য, ফেসবুকের এই অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ প্রিসিলা চ্যানকে বিয়ে করেন ১৯ মে ২০১২ সালে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সাথে পরিচয় হয় জাকারবার্গের। পরিচয় থেকে প্রণয়। এর এক বছর পর ২০০৪ সালে এই বিশ্ববিদ্যালয়ের এক হল থেকে ফেসবুকের সূচনা করেন জুকারবার্গ। এই দীর্ঘ ৯ বছরের প্রণয়ে সব সময়ই একসাথে থেকেছেন তারা।

Leave a comment