বদরগঞ্জের মোবাইলফোন মেরামতকারীসহ তিনজনকে মারপিট!

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের বদরগঞ্জ বাজারের মোবাইলফোন মেরামতের দোকানি শাকিল আহম্মেদসহ তার পিতা ও চাচাকে মেরে আহত করা হয়েছে। তিনজনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়েছে।

‌                আহত শাকিল আহম্মেদ বোড়ার হায়দার আলীর ছেলে। এরা ঘটনার বর্ণনা দিতে গিয়ে অভিযোগ তুলে বলেছেন, মর্তুজাপুরের জামির আলীর ছেলে স্বপন দু দিন আগে এক মোবাইলফোন মেরামতের জন্য শাকিলের নিকট দেয়। শাকিল মেরামত বাবদ আড়াইশ টাকা দাবি করে। গতকাল মেরামত করা মোবাইলফোন নেয়ার সময় স্বপন আড়াইশ টাকা না দিয়ে দেড়শ টাকা দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে এগিয়ে আসে শাকিলের পিতা হায়দার ও চাচা বিপুল। স্বপন ও তার লোকজন মারধর করে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে। পিতা-পুত্র ও চাচাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা অভিযোগ করে বলেছেন, ঘটনাটি সদর থানায় জানানোর পরও পুলিশ তেমন কোনো পদক্ষেপ নেয়নি।

Leave a comment