মাথাভাঙ্গা মনিটর: তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মনসুর শনিবার প্রকাশিত তার প্রথম অডিও বার্তায় আন্দোলনে ঐক্যের আহ্বান জানিয়েছেন। তালেবানের প্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর ঘোষণার পর গ্রুপটির নেতৃত্বের মধ্যে বিভাজনের খবরের প্রেক্ষাপটে নতুন তালেবান প্রধানের এ অডিও বার্তা প্রকাশ পেলো। তালেবান প্রকাশিত এই অডিও বার্তায় মোল্লা মনসুর বলেন, আমাদের সকলের ঐক্য বজায় রাখার জন্যে কাজ করা উচিত। আমাদের নেতৃত্বে বিভাজন কেবল আমাদের শত্রুদেরই আনন্দ দেবে এবং আমাদের জন্য আরো সমস্যা সৃষ্টি করবে।