দামুড়হুদার ঠাকুরপুর-চাকুলিয়া পাঁচ কিলোমিটার রাস্তার বেহাল দশা : পাকাকরণের দাবি

 

কুড়লগাছি প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর, চাকুলিয়া-ফুলবাড়ী সংযোগ সড়কের মাত্র ৫ কিলোমিটার কাঁচা রাস্তার জন্য দুর্ভোগ পোয়াতে হচ্ছে ঠাকুরপুর বিজিবিসহ ৭ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি কয়েকবার জানানো হয়েছে বলে এলাকাবাসী জানায়। স্থানীয়রা অভিযোগ করেছে, একাধিকবার রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর থেকে মাপজোক করা হলেও কোনো কাজ হয়নি। এছাড়া কয়েকবার রাস্তাটি পাকাকরণের জন্য মনোনীত হলেও তা করা হয়নি। ৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে আসতে দু ঘণ্টা সময় লেগে যায়। এলাকাবাসীর দাবি, এই পাঁচ কিলোমিটার রাস্তা দ্রুত পাকাকরণ করা হোক।

Leave a comment