জিয়ার মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটির দাবি হুদার

 

স্টাফ রিপোর্টার: জাতির বিভেদ দূর করতে ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটির দাবি জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান ও ব্যারিস্টার নাজমুল হুদা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এ মন্ত্রী বলেন, আপনি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সরকারি ছুটির ঘোষণা দিন। এতে জাতির বিভেদ অনেকটাই দূর হবে। একই সাথে বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিনের কেক না কাটারও আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

নাজমুল হুদা বলেন, ১৫ আগস্ট আপনার জন্মদিন হতে পারে, কিন্তু ভুলে যাবেন না- এদিন জাতীয় শোক দিবস। তাই এই দিন আপনি জন্মদিনের কেক কাটবেন না। অন্য যে কোনো দিন কেক কাটার ব্যবস্থা করুন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সাবেক এ বিএনপি নেতা বলেন, বঙ্গবন্ধু ইতিহাস সৃষ্টি করেছিলেন। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। এজন্য বিশ্ব দরবারে আমরা প্রশংসিত। তাই শোক দিবসে জন্মদিনের কেক কাটবেন না। আসুন, সবাই মিলে জাতীয় শোক দিবস পালন করি।

Leave a comment