কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বরিশালের বরগুনা উপজেলার হাফেজ সাকিবুল ইসলাম (২৯), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সেলিম মিয়া (৩৫), একই উপজেলার কৃঞ্চপুর গ্রামের মোয়াজ্জেম খান আলালের পুত্র সায়েম (৭) ও অপর ব্যক্তি রায়হান (৫৫)। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ইকোনো পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে যাত্রীবাহী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়। বাকি আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে নেয়া হয়েছে।

Leave a comment