কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের চিত্রানদীর অবৈধ বাঁধ দেয়ার অভিযোগে সামসুল হক নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা ও বাঁধ উচ্ছেদ এবং মাছ ধরার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ। গতকাল শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বার্হী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।
আদালতসূত্রে জানা যায়, চিত্রা নদীতে বাঁশের তৈরি বাঁধ দিয়ে দেশীয় ছোট মাছ ধরছে এবং নদীর স্রোত বাঁধাগ্রস্ত করছে এমন খবরে শনিবার দুপুরে মধুপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় সামসুল হক নামের এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা হয় বাঁধ দেয়া বাঁশ, চাটাই ও কারেন্টজাল। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন কালীগঞ্জ থানার এএসআই মিজানুর রহমান।