কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত : নিহত ১১

 

মাথাভাঙ্গা মনিটর: কলম্বিয়া বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন মারা গেছে। কারিগরি ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে। গত শুক্রবার বোগোটা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে লাস পালোমাস অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দিনের প্রথম দিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস জানিয়েছিলেন, এ দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। কিন্তু অল্প কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় ১১ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। এক টুইটার বার্তায় সান্টোশ এই মর্মান্তিক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার আগে সামরিক পরিবহন বিমানটির ইঞ্জিনে সমস্যার সঙ্কেত দেয়া হয়েছিলো।

Leave a comment