আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিতসভা

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার আলী হোসেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বকর সিদ্দিক বকুল, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, পৌর সভাপতি আনিছুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন সিদ্দিকী, উপজেলা বিএনপির সহসম্পাদক কামরুজ্জামান বকুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক, চুয়াডাঙ্গা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান, মিজানুর রহমান মিজান, খাসকররা ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান আজিবার রহমান। উপস্থিত ছিলেন পৌর ও ইউনিয়র বিএনপির চেয়ারম্যান হাসানুজ্জামান, মানুয়ার হোসেন, রাজা, অহিদুজ্জামান, ওল্টু, একরামুল হক বুলু, নাসির কাউন্সিলর, হ্যাবা, ঝন্টু মালিথা, কামাল, মামুন, মিহাব, রইদুল, আইনাল হক, বরকত, ফরহাদ, বিল্লাল হোসেন, তাহাজ উদ্দিন, টরিক, লিপন, হিরা, রবিন, সেরেকুল, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাগরিবুর রহমান, প্রিন্স, আলমগীর, ছাত্রদলের সনি, আকাশ, তন্ময়, রাসেল, হৃদয়, রবিন, যুবাইর প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু।

Leave a comment