মোটরসাইকেল-মাহিন্দ্র সংঘর্ষে মুন্সিগঞ্জ ক্যাম্পের এক পুলিশ কনস্টেবল আহত

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা শহরের পুরোনো বাসস্ট্যান্ড রেলস্টেশন রোডে মোটরসাইকেল-মাহিন্দ্র সংঘর্ষে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের কনস্টেবল আবু কালাম আজাদ আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ক্যাম্প থেকে থানায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। রেলস্টেশন রোডে এক্সচেঞ্জ অফিসের নিকট পৌঁছুলে সামনের দিক থেকে আসা মাহিন্দ্রের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। আবুল কালাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তার ডান পায়ের আঙুল ফেটে আহত হন। তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment