বেকারত্বের অভিশাপে স্বামী-স্ত্রীর আত্মাহত্যা

 

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারত্বের অভিশাপ সহ্য করতে না পেরে স্ত্রীর শাড়িতে গলায় ফাঁস দিয়ে এক সঙ্গে স্বামী-স্ত্রী আত্মহুতি দিয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে কোটালীপাড়া উপজেলার পশ্চিম নৈয়ারবাড়ি গ্রাম থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোটালীপাড়া থানার এসআই ছবেদ আলী ও এলাকাবাসী জানিয়েছেন, ১৩ মাস আগে পশ্চিম নৈয়ারবাড়ি গ্রামের দীনেশ বাকচীর ছেলে দিপক বাকচীর (২০) সাথে একই উপজেলার রামশীল গ্রামের বিবেক হালদারের মেয়ের লাকী বাকচীর (১৭) বিবাহ হয়। বিবাহের আগে দিপক বাকচী ঢাকায় একটি কোম্পানিতে গার্ডের চাকরি করতেন। বিয়ের পরে সে আর চাকরিতে যোগদান করেননি। পরে সে এলাকায় কাজের সন্ধান করতে থাকেন। কিন্তু, স্বল্প শিক্ষিত হওয়ায় কোনো কর্মসংস্থান করতে পারেননি দিপক। দিপকের বাবা সামান্য একজন মাছ বিক্রেতা হওয়ায় তার একার উপার্জনে সংসার চলছিলো না। গতকাল শুক্রবার ভোররাতে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে স্ত্রীর শাড়ি গলায় পেঁচিয়ে তারা আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে।