চুয়াডাঙ্গা শহরের চিহ্নিত চোর নয়ন গ্রেফতার : চোরাই মালামাল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের চিহ্নিত চোর নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে চোরাই মালামাল। গতপরশু রাতে নয়নকে শহরের একাডেমী মোড় থেকে পুলিশ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার বাড়ির টিউবওয়েলের পাশের গর্ত থেকে দু বস্তা চোরাই মালামাল উদ্ধার করা হয়। গত শনিবার রাতে কবরী রোডের আব্দুল কুদ্দুস টেকনিক্যাল লেদে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কুদ্দুস থানায় একটি অভিযোগ করেন।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার জান মোহাম্মদ আলীর ছেলে নয়ন চিহ্নিত চোর। গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির টিএসআই আবুল খায়ের ও কনস্টেবল লিটনসহ সঙ্গীয় ফোর্স একাডেমী মোড় থেকে তাকে গ্রেফতার করেন। নয়নকে থানায় নেয়ার পর জিজ্ঞাসাবাদে আব্দুল কুদ্দুস টেকনিক্যাল লেদে চুরির কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার নয়নের বাড়ির টিউবওয়েলের পাশে গর্ত থেকে দু বস্তা চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। আব্দুল কুদ্দুস টেকনিক্যালের স্বত্বাধিকারী আব্দুল কুদ্দুস উদ্ধার হওয়া মালামল তার বলে জানান। উদ্ধার হওয়া মালামালের মধ্য রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন, ১১০ সিসি ইঞ্জিন, ৮০ সিসি ইঞ্জিন, হিরোহোন্ডা মোটরসাইকেলের দুটি হাইড্রোলিক, দুটি শান মেশিন, একটি ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিনের ক্যাবলসহ বিভিন্ন যান্ত্রাংশ। নয়ন চোরকে গতকাল শুক্রবার মামলাসহ আদালতে সোপর্দ করা হয়।

Leave a comment