চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক স্বরচিত সাহিত্যপাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত

 

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক স্বরচিত সাহিত্যপাঠের আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সাবরেজিস্ট্রার অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘের সুহৃদ বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাহার আলীর সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল আরেফিন। জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক মুয়নুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে চিরায়ত সাহিত্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনান হাফিজুর রহমান কাজল। স্বরচিত লেখা পাঠ করেন আবুল কালাম আজাদ, শামীমা আখতার, খলিলুর রহমান, বিপু চৌধুরী, মিজানুর রহমান, সুনু মোল্লা, জাহিদ হাসান, অশোক কুমার দত্ত, জাহাঙ্গীর আলম, শামীম রেজা, হাফিজুর রহমান কাজল, ডা. শাহার আলী, অ্যাড. কামরুল আরেফিন, মুয়নুল হাসান প্রমুখ। পঠিত লেখার ওপর আলোচনা করেন খলিলুর রহমান, শামীম আখতার, আবুল কালাম আজাদ, ময়নুল হাসান ও অ্যাড. কামরুল আরেফিন। প্রেসবিজ্ঞপ্তি

Leave a comment