কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক ইসলাম (৪৫) ও যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেম (৫৫)। নিহত বাসচালক ইসলামের বাড়ি ঝিনাইদহের শৈলকাপায় আর যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেমর বাড়ি কুষ্টিয়ার কমলাপুরে। তবে এ দুঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, কুষ্টিয়ার মজমপুরগেট থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি গড়াই পরিবহন চৌড়হাস ফুলতলায় পৌঁছুলে সামনে থেকে দ্রুতগামী একটি ট্রাক অন্যদিকে গিয়ে বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের অ্যাঙ্গেল বিদ্ধ হয়ে বাসের ভেতরেই চালক ইসলাম (৪৫) ও যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেম (৫৫) নিহত হয়।
খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকসহ তার চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়েছেন। এসআই আলিম জানান, ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।