মাথাভাঙ্গা মনিটর: চার ঘণ্টা আকাশে ওড়ার পর ইঁদুরের জ্বালায় অবতরণ করতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কেবিনে ইঁদুর দেখা গেছে এ কথা শুনেই গন্তব্যে না গিয়ে বিমানটিকে দিল্লি ফিরিয়ে আনলেন পাইলট। এআই-১২৩ নামের বিমানটিতে ২০০ যাত্রী ছিলেন।
দিল্লি থেকে মিলান যাচ্ছিলো বিমানটি। দু ঘণ্টা পর যখন বিমানটি পাকিস্তানের আকাশে পৌঁছায়, তখন যাত্রীরা কেবিনে একটি ইঁদুর দেখতে পান। নিয়ম অনুযায়ী কখনও বিমানে ইঁদুর দেখা গেলে বিমান যতো দ্রুত সম্ভব অবতরণ করতে হয়। মিলান পর্যন্ত জ্বালানি নিয়ে আকাশে উড়লেও সফল ও নিরাপদভাবে অবতরণের জন্য বেশ খানিকটা জ্বালানি খরচ করতে হয় বিমানটিকে। দিল্লিতে জরুরি অবতরণ করে বিমানটি। যাত্রীদের সবাই সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তাই শেষ কথা। পুরো পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রকৌশলী দলকে বিমান খতিয়ে দেখতে বলা হয়েছে।