মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর রেস্টহাউজ হলরুমে এ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়ে বলেছেন, মোনাখালী ইউনিয়ন আ.লীগের সভাপতি রফিকুল ইসলাম রফার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন মোনাখালী ইউনিয়ন আ.লীগের সম্পাদক জামাত আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দীন বাবলু। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা শ্রমিক লীগের সম্পাদক আবুল কালাম, ইউপি সদস্য আ. সালামসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকবৃন্দ।