মামলাজট কমাতে ডিসিদের প্রতি নির্দেশনা আইনমন্ত্রীর

 

স্টাফ রিপোর্টার: মামলা জট কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি সম্পর্কে জনগণকে উত্সাহিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া লিগ্যাল এইডের বিষয়ে জানাতেও নির্দেশনা দেন তিনি। অন্যদিকে মোবাইল কোর্ট আইনে সাজা দেয়ার পর কোন আসামি যাতে ছাড়া না পায় সে বিষয়ে অ্যাসিসট্যান্ট পাবলিক প্রসিকিউটর নিয়োগ করার কথাও জানান মন্ত্রী। তিন দিনব্যাপি জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সচিবালয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য-অধিবেশন শেষে তিনি এসব নির্দেশনার কথা জানান। আইনমন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা কিছু কিছু সমস্যার কথা বলেছেন। যেগুলো প্রতিকারে ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, আমি তাদের অনুরোধ করলাম মামলা জট কমানোর জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির বিষয়ে মানুষকে উত্সাহ করতে। প্রচারের জন্য জেলা প্রশাসক যেন তত্পর হন, সেই জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

নদী খননে আরো ২০ ড্রেজার: ড্রেজার সংকটকেই নদী খনন কাজে প্রধান প্রতিবন্ধকতা উল্লেখ করে নৌ-মন্ত্রী শাজাহান খান এ কাজে আরো ২০টি ড্রেজার আনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ২৪টি নদী খননের কথা রয়েছে; কিন্তু ড্রেজার স্বল্পতায় কাজ এগোচ্ছে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আনা ৭টি ড্রেজার দিয়ে এতোদিন কাজ চালানো হয়েছে। আমাদের আগের মেয়াদে ১১টি আনার কথা হয়েছিলো এবং এবার মোট ২০টি ড্রেজার আনার প্রক্রিয়া চলছে। সেগুলো পেলে নদীগুলো খনন দ্রুত হবে। অধিবেশনে নদী দখল, দূষণ ও সীমানা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান শাজাহান খান। তিনি বলেন, নদী দখল কমেছে। তবে নিঃশেষ হয়নি। এ বিষয়ে ডিসিদের কাজ করতে বলেছি। এছাড়া স্থলবন্দর সমস্যা, নদী দূষণে নিজ নিজ জেলার সমস্যার কথা ডিসিরা জানিয়েছেন বলে জানান নৌ-মন্ত্রী।

পর্যটক বাড়াতে সহায়তা কামনা: আগামী ৩ বছরে অন্তত ১০ লাখ পর্যটক বাংলাদেশে আনতে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন বলেন, ‘আগামী ২০১৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশকে সিঙ্গেল ডেস্টিনেশন পর্যটন কেন্দ্র করতে ডিসি সাহেবদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি জানান, তারা (জেলা প্রশাসকরা) বিভিন্ন হোটেল-মোটেল নির্মাণ করার কথা বলেছেন, আমরা সেগুলোর নোট নিয়েছি। এছাড়া তারা কোন কোন স্থানে ফ্লাইট বৃদ্ধি করতে বলেছেন। লাগেজ হ্যান্ডেলিং সহজ করার জন্য বলেছেন।

কর্মকর্তাদের গণমাধ্যম বান্ধব হওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর: জনপ্রশাসনের কর্মকর্তাদের ‘গণমাধ্যম বান্ধব’ হওয়ার নির্দেশনা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ডিসি সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য, সংস্কৃতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে তথ্যমন্ত্রী এই নির্দেশনা দেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ডিসিদের আমরা বলেছি, যুগ পাল্টেছে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আত্মপ্রকাশ করেছে। যারা জনপ্রশাসনে আছেন তাদের গণমাধ্যমের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে, গণমাধ্যম বান্ধব হতে হবে।

প্রধানমন্ত্রী তার ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার মধ্য দিয়ে প্রশাসনকে একটি কাচের ঘরে বসিয়ে দিয়েছেন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সেখানে সবকিছুই দেখা যায়। সুতরাং যারা প্রশাসনে আছেন তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে হবে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তথ্য সন্ত্রাস এবং অপসাংবাদিকতা রুখতেও জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছি।

বাংলাদেশকে পুনঃআবিষ্কার করতে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে বলেছি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধু কোথায় কোথায় পদচারণা করেছেন, সেই চিহ্ন ও তথ্যগুলো সংগ্রহ করে ঢাকায় পাঠাতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্জনের স্মারক এবং ‘বাংলাদেশ-উদ্ভবের সংগ্রামের চিহ্ন ও তথ্যগুলো’ এখন থেকেই ডিসিদের সংগ্রহ করতে বলা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।

জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রশাসনের কর্মকর্তাদের বিকেন্দ্রীয়করণের মানসিকতায় প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, আগামীতে প্রশাসনের বিভিন্ন স্তরে বিকেন্দ্রীকরণ করা হবে। সেক্ষেত্রে ডিসিদের মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। ডিসি সম্মেলনের এ সময়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকও বক্তব্য দেন।

সম্মেলনের সমাপ্তি: বিকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিক সম্মেলন করে তিন দিনের ডিসি সম্মেলনের সমাপ্তি টানেন। তিনি সম্মেলনে ডিসিদের প্রতি সরকারের নির্দেশনা এবং ডিসিদের সুপারিশ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

Leave a comment