গাংনীর রাজা ক্লিনিকে নারী রোগীর শ্লীলতাহানি : টেকনিশিয়ানকে উত্তমমধ্যম

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর রাজা ক্লিনিকে এক নারী রোগীকে শ্লীলতাহানির অভিযোগে এক্সরে টেকনিশিয়ান সানাউল্লাহকে উত্তমমধ্যম দিয়েছেন রোগীর স্বজনরা। আলোচিত এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকেলে। বিষয়টি নিয়ে এলাকার মানুষের তীব্র ক্ষোভের মুখে পড়েছে ক্লিনিক কর্তৃপক্ষ।

জানা গেছে, গাংনী পৌরসভাধীন শিশিরপাড়া গ্রামের এক নারী শারীরিক সমস্যা জনিত কারণে গতকাল বিকেলে রাজা ক্লিনিকে এক্সরে করাতে যান। এক্সরে কক্ষে একা পেয়ে এক্সরে টেকনিশিয়ান সানাউল্লাহ ওই নারীর শ্লীলতাহানির অপচেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে সানাউল্লাহর হাত থেকে কৌশলে নিজেকে রক্ষা করে পালাতে সক্ষম হন তিনি। বিষয়টি স্বজনদের কানে গেলে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। উত্তেজিত স্বজন ও এলাকার লোকজন জড়ো হয়ে ক্লিনিকে গিয়ে সানাউল্লাহকে মারধর করে।

রোগীর স্বজনদের অভিযোগ, এর আগেও সানাউল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। নিরুপায় নারী রোগীরা মানসম্মানের ভয়ে বিষয়টি সব সময় চেপে গেছে। সানাউল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্লিনিক থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীর স্বজন ও স্থানীয়রা।

তবে অভিযুক্ত সানাউল্লাহ জানান, একজন ব্যক্তিকে এক্সরে করতে গিয়ে যে আচরণ করা হয় ওই রোগীর সাথেও তাই করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে রাজা ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডা. পারভিয়াস হোসেন রাজা জানান, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ আমার কানে এসেছে। বিষয়টি কতোটা সত্য তা আমার জানা নেই।

Leave a comment