গাংনী প্রতিনিধি: দৈনিক মাথাভাঙ্গা মেহেরপুর অফিস প্রধান ও রাইজিং বিডি ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মহাসিন আলীর মা সোনা ভানু বিবি (৮৫) আর নেই। গতকাল বুধবার দুপুরে তিনি সাতক্ষীরা জেলা সদরের রসুলপুর গ্রামে বড় মেয়ের বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি দু ছেলে, দু মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিতসহ রোগে ভুগছিলেন। তার মায়ের মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক সরদার আল আমিনসহ দৈনিক মাথাভাঙ্গা পরিবারের সদস্যবৃন্দ, মেহেরপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন।
মায়ের মৃত্যুর খবর পেয়ে সাংবাদিক মহাসিন আলী গতকাল দুপুরে সপরিবারে সাতক্ষীরার উদ্দেশে রওনা দেন। গতকাল বিকেলে মরহুমার মরদেহ সাতক্ষীরা জেলা সদরের বাঁশদহ গ্রামে স্বামীর বাড়িতে নেয়া হয়। বিকেলে জানাজা হলেও সন্ধ্যার পরে মহাসিন আলী পৌঁছানোর পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন সাংবাদিক মহাসিন আলী।