সাংবাদিককে ঘুষি মারায় বরখাস্ত মেক্সিকোর কোচ

মাথাভাঙ্গা মনিটর: সাংবাদিককে ঘুষি মারায় সদ্যই মেক্সিকোকে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জেতানো কোচ মিগুয়েল এর্রেরাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এর্রেরাকে বরখাস্ত করার ঘোষণা দেন মেক্সিকোর ফুটবল ফেডারেশনের সভাপতি দেচিও দে মারিয়া। মেক্সিকোর টিভি আজতেকার ক্রীড়া প্রতিবেদক ক্রিস্তিয়ান মার্তিনোলিকে গত সোমবার ঘুষি মেরেছিলেন এর্রেরা। কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে মেক্সিকোর বিদায় নেয়ার কঠোর সমালোচনা করেছিলেন আজতেকার এ প্রতিবেদক। এরপর গোল্ডকাপেও মেক্সিকোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন তিনি। বিষয়টির জন্য এর্রেরা ক্ষমা চেয়েছেন বলে জানান মেক্সিকোর ফুটবল ফেডারেশনের সভাপতি।

Leave a comment