মুসলিমপাড়ার দু নারী পাকড়াও : হেরোইন উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছি মুসলিমপাড়ার মর্জিনা খাতুন প্রভাতী ও তার প্রতিবেশী তারা বানুকে মারণনেশা হেরোইনসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল। গতরাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু নারীকে মোট ৫৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। দুজনকেই গতরাতে মামলাসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ বলেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের মুসলিমপাড়ার আফছার আলীর স্ত্রী মর্জিনা খাতুন প্রভাতী (৪২) ও মিজানুর রহমানের স্ত্রী তারা বানু নিজ বাড়িতে বসে মারণনেশা হেরোইন বিক্রি করে। গোপনে এ তথ্য পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস, এসআই ইব্রাহিম, এএসআই তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গতরাত সাড়ে ৯টার দিকে অভিযান শুরু করে। গোয়েন্দা পুলিশ বলেছে, অভিযানের সময় মর্জিনার নিকট থেকে ২৩ গ্রাম ও তারা বানুর নিকট থেকে ৩০ গ্রাম মোট ৫৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দুজনকেই গতরাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাসহ হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দু নারীকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে।