মুন্সিগঞ্জ থেকে আলমসাধু চুরি করে পালানোর সময় আনারুল আটক

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা মুন্সিগঞ্জ বাজার থেকে আলমসাধু চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর আনারুলকে পিটিআই মোড় থেকে জনতা আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে। গতকাল বুধবার সকালে তাকে আটক করা হয়।

জানা গেছে, আলমডাঙ্গার চিৎলা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আনারুল (২৮) এলাকার চোরচক্রের সদস্য। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে মুন্সিগঞ্জ বাজার থেকে একটি আলমসাধু চুরি করে নিয়ে পালানোর সময় পিটিআই মোড় থেকে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই শেষে পাঁচকমলাপুর ক্যাম্প পুলিশের হাতে তুলে দেয়। দুপুরে আলমডাঙ্গা থানায় আনারুরকে রেখে যায় ক্যাম্প পুলিশ। আলমসাধু চুরি মামলা ছাড়াও তার বিরুদ্ধে পাঁচকমলাপুর মাঠে ডাকাতি ও মোটরসাইকেল ছিনতায়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment