পাকিস্তানে লস্কর-ই-জাংভির শীর্ষ নেতা নিহত

 

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির শীর্ষ নেতা মালিক ইসহাক পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি ইসহাকের সহযোগীরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তিনি নিহত হন। নিষিদ্ধ এ সংগঠনটির বিরুদ্ধে শিয়াদের ওপর হামলার অভিযোগ রয়েছে। পাকিস্তানি পুলিশ জানিয়েছে, পাঞ্জাবে তাকে বহনকারী একটি গাড়িবহরে লস্কর-ই-জাংভির কর্মী-সমর্থকেরা এলোপাথাড়ি গুলি চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে মালিক ইসহাক নিহত হন। ২০১১ সালে ইসহাক জামিনে ছাড়া পায়। এর আগে ১৪ বছর কারাগারে ছিলেন তিনি। মুজাফফরাবাদ জেলায় ওই সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইসহাক তার দু ছেলেসহ মোট ১১ জঙ্গি নিহত হন। ঘটনায় ছয় পুলিশ আহত হয়েছেন।