স্টাফ রিপোর্টার: দামড়হুদা উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক দর্শনা কেরুজ পরিবহন সেক্টরের কর্মী আব্দুল হান্নান ছোটকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতরাত ১টার দিকে সিংনগর বাঁওড় থেকে দর্শনা ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বলে জানিয়েছেন যুবলীগ নেতা ছোট।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা শ্যামপুরের মৃত তনু মল্লিকের ছেলে আব্দুল হান্নান ছোট দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের সাথে সংশ্লিষ্ট। সম্প্রতি গঠিত উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটিতে তিনি যুগ্মআহ্বায়ক হিসেবে দায়িত্ব পান। গতরাত ১টার দিকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে একদল দুর্বৃত্ত। সিংনগর ব্রিজের অদূরে তাকে কুপিয়ে জখম করা হয়। উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
আব্দুল হান্নান ছোটর বাম হাত ও বাম পা ক্ষতবিক্ষত করা হয়েছে। রাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসক জানান, দ্রুত রক্ত দিতে পারলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে। প্রয়োজনে রেফার করা হতে পারে।