চেন্নাইয়ে দিতির সফল অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার: গতকাল বুধবার চেন্নাইয়ের একটি হাসপাতালে জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির অস্ত্রোপচার করা হয়েছে। ব্রেইন টিউমারের চিকিৎসার জন্য গত ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে সফলভাবে দিতির অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী। এক ফেসবুক পোস্টে লামিয়া লেখেন, আজ (বুধবার) সকালে সফল অস্ত্রোপচার হয়েছে। সার্জন বলেছেন, তিনি ভালো আছেন, মস্তিষ্কের কোনো ক্ষতি হয়নি। তাকে এখনো চেতনানাশক দিয়ে রাখা হয়েছে। কাল নাগাদ তার জ্ঞান ফিরবে। লামিয়া তার মায়ের জন্য ফেসবুক পোস্টের মাধ্যমে সবার কাছে দোয়াও চেয়েছেন। দিতির সাথেই চেন্নাই রয়েছেন তিনি।