কলেজের ক্লাসরুমে ঢুকে যৌন হয়রানি : বখাটে যুবকের কারাদণ্ড

দামুড়হুদায় প্রেমের ফাঁদে ফেলে পার্কে নিয়ে মোবাইলফোনে কলেজছাত্রীর অশ্লীল দৃশ্য ধারণ

 

damurhuda pic. 29.07.15 (3)

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ক্লাসরুমে ঢুকে যৌন হয়রানির অপরাধে নয়ন (২৩) নামের এক বখাটে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। সে জয়রামপুর মালিথাপাড়ার মিনারুল ইসলামের ছেলে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মালিথাপাড়ার মিনারুল ইসলাম মিনার ছেলে বখাটে যুবক নয়ন গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে যায়। তখন কলেজের নিচতলার একটি রুমে দ্বাদশ শ্রেণির বাংলা ২য় পত্র ক্লাস চলছিলো। ক্লাস শেষে বাংলা ম্যাডাম বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পর বখাটে নয়ন ওই ক্লাসে প্রবেশ করে এবং ওই ছাত্রীকে পেছন থেকে চেপে ধরে। বিষয়টি দেখে হতবাক হয়ে পড়ে ওই ক্লাসে থাকা দামুড়হুদা খাঁ পাড়ার নয়ন নামের অপর এক ছাত্রসহ বেশ কয়েক শিক্ষার্থী। তারা এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তাকে আটকে রেখে বিষয়টি সাথে সাথে কলেজের প্রিন্সিপালকে জানায়। প্রিন্সিপাল কামাল উদ্দিন বিষয়টি তাৎক্ষণিকভাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান কলেজে হাজির হন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর ওই ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে যৌন হয়রানির অপরাধে অভিযুক্ত বখাটে যুবক নয়নের বিরুদ্ধে দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এবং কারাদণ্ডপ্রাপ্ত যুবকের মোবাইলফোনে ওই ছাত্রীর অশ্লীল দৃশ্যের ভিডিও থাকায় মোবাইলফোনটি জব্দ করেন। দামুড়হুদা মডেল থানার এসআই সুব্রত বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন। কলেজ গভর্নিং বডির সদস্য দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ জিন্নাত আলী, উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অশ্লীল দৃশ্য মোবাইলফোনে ধারণ প্রসঙ্গে কলেজের এক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, প্রায় বছরখানেক আগে আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর সাথে নয়নের প্রেমসম্পর্ক গড়ে ওঠে। প্রায় মাস ছয়েক আগে ওই ছাত্রীকে চুয়াডাঙ্গা শিশুপার্কে বেড়াতে নিয়ে যায় এবং ওখানেই মোবাইলফোনে ওই অশ্লীল দৃশ্য ধারণ করে।