আন্দুলবাড়িয়া ডুমুরিয়ায় সর্প দংশন : ওঝা কবিরাজের ঝাড়ফুক : অবশেষে স্কুলছাত্রের মৃত্যু

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: সর্পদংশনে জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে ৯ম শ্রেণির ছাত্র সিজার হোসেনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে দংশন করলে গ্রামের এক কবিরাজ তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক করে গাছড়া খাইয়ে বিষ নেই বলে বাঁধন খুলে দেয়ায় মুত্যু অনিবার্য হয়ে ওঠে। পরে অবশ্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক সিজারকে দেখে বলেন, হাসপাতালে নিতে বড্ড দেরি হয়ে গেছে।

এলাকাবাসীসূত্রে জানা গেছে, ডুমুরিয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে সিজার আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্র। গত মঙ্গলবার রাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাম হাতের আঙুলে বিষধর সাপ দংশন করে। জ্বালা যন্ত্রণা দেখা দেয়ায় পরিবারের সদস্যরা তাকে গ্রামের কবিরাজ হানেফ আলীর শরণাপন্ন হয়। প্রত্যক্ষদর্শীগণ বলেছেন, হানেফ সাপে কাটা রোগীকে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁক করে গাছ-গাছড়া খাওয়ায়। কিছুক্ষণ পর হাত চালিয়ে বিষ নেই বলে হাতের বাঁধন খুলে দিলে সিজারের অবস্থার অবনতি দেখা দেয়। রাত আড়াইটার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার লাশ বাড়িতে ফিরিয়ে নেয়া হলে সহপাঠী ও স্বজনদের বুকফাটা কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। দু ভাই ও এক বোনের মধ্যে সিজার ছিলো সকলের বড়। গতকাল বুধবার বেলা ২টার দিকে জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।