আতিয়ার বাংলাদেশ চিনিকল শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নির্বাচিত

 

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ চিনিকল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথমবারের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারী শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ১৫টি সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সমন্বয়ে এ ফেডারেশন গঠিত হয়। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আতিয়ার রহমান ১২৮ ভোট পান। তার নিকটতম সভাপতি প্রার্থী জয়পুরহাট সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ পেয়েছেন মাত্র ৫০ ভোট। এদিকে আতিয়ার রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, সহসভাপতি আনোয়ার হোসেন, আব্দুস সাত্তার, সহসাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালিদ পিকুল, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লাল্টু মণ্ডল, দপ্তর সম্পাদক ওমর আলী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক শাহজাহান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফজের আলী, বিভাগীয় সদস্য আব্দুর রব (প্রশাসন), মিলন বিশ্বাস (হিসাব), ইক্ষু বিভাগের শরিফুল ইসলাম, মহিউদ্দিন, আতিউর রহমান, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, পরিবহন বিভাগের জহিরুল ইসলাম, শাহাবুদ্দিন, রসায়ন বিভাগের ইসরাফিল হোসেন, মিলহাউজের রিয়াজ উদ্দিন, ওয়ার্কসপের আক্তারুজ্জামান, বয়লার বিভাগের মেহেদী হাসান ফিরোজসহ মোবারকগঞ্জ চিনিকলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Leave a comment