স্যার শিশু সন্তানকে আমিই ছুড়ে ফেলে খুন করছি

 

স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিন বয়সী শিশু সন্তানকে হাসপাতালের সাত তলা থেকে ছুড়ে ফেলে নির্মমভাবে হত্যা করেছে পাষণ্ড পিতা। স্যার আমিই হত্যা করছি আমার বাচ্চারে। ভাবছিলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে ও এমনিতেই মারা যাবে। মরলো না। বরং ডাক্তারদের সেবায় অলৌকিকভাবে বেঁচে উঠলো। তাই বাচ্চারে হাসপাতাল থেকে যাবার আগে মেরে ফেলার পরিকল্পনা করি। সাভারে চাঞ্চল্যকর শিশু আবদুল্লাহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে পুলিশের জিজ্ঞাসাবাদে বাবা ফজলুল হক এভাবেই স্বীকারোক্তি দিয়েছেন। ফজলু মানিকগঞ্জের দৌলতপুর থানার ইসলামপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। গত সোমবার ভোরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭ তলার একটি কেবিন থেকে শিশু আব্দুল্লাহকে ছুড়ে ফেলে হত্যা করা হয়। পেশায় গাড়িচালক ফজলুল হক। তার স্ত্রী নুরুন্নাহার বাক প্রতিবন্ধী। তিন বছর আগে ফজলুল হকের সাথে বিয়ে হয় সাভারের জামসিং মহল্লার নুরুল ইসলামের মেয়ে নুরুন্নাহারের (২৫)। ফজলুর শ্বশুর মেয়ে বাকপ্রতিবন্ধী বলে ১৮ লাখ টাকা দিয়ে জামাইকে গাড়ি কিনে দেন। বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকতেন। সংসারে আল আমিন নামে এক বছরের আরেকটি সন্তান রয়েছে।