আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ার অপু খানের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করা হয়েছে। এ সময় তার নিকট থেকে পুলিশ ৮ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গা কলেজপাড়ার পিকু খানের ছেলে অপু খান (৩৪) গতকাল রাত ৯টার দিকে রেজিস্ট্রেশনবিহীন মোটরসেইকেল নিয়ে আলমডাঙ্গা থানার সামনে ঘোরাঘুরি করছিলো। এ সময় এসআই টিপু সুলতান তার রেজিস্ট্রশনবিহীন মোটরসাইকেল আটক করে। সে সময় মোটরসাইকেলের মালিক অপু খানের শার্টের পকেট থেকে ৮ পিস যৌন উত্তেজক ইয়াবা উদ্ধার করা হয়। পরে অপু খানকে আটক করা হয়েছে।