স্টাফ রিপোর্টার: শুরুটা ভালো না হলেও যতোই সময় গড়িয়েছে, দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো খেলেছে বাংলাদেশ। তামিম ইকবাল বলছেন, শেষটাও ভালো হলে বাংলাদেশের জন্য এটি হয়ে থাকবে দারুণ এক সিরিজ। টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচই হেরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। বাজেভাবে হেরেছিলো প্রথম ওয়ানডেতেও; এরপরই প্রবল প্রতাপে ঘুরে দাঁড়ানো। শেষ দু ওয়ানডেতে ৱ্যাঙ্কিঙের চার নম্বর দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্ট ৱ্যাঙ্কিঙের শীর্ষ দলের বিপক্ষে টেস্টেও পারফর্ম করেছে দারুণ ভাবে। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও নৈতিক জয় ছিলো আসলে বাংলাদেশেরই।
এবার সামনে শেষ পরীক্ষা। আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে শেষ টেস্ট। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ পরীক্ষাও ভালোভাবে জয়ের আশা শোনালেন তামিম। চট্টগ্রামে যতোটুকু খেলা হয়েছে, আমরাই বেশি ভালো খেলেছি। ওখানে যেভাবে খেলেছি, এখানেও যদি আমরা সেভাবে খেলতে পারি, তাহলে এ সিরিজটি বাংলাদেশের জন্য হবে ভালো একটি সিরিজ।
তবে পরিপূর্ণ একটা টেস্ট দলের বিপক্ষে এ পরীক্ষা যে ভীষণ কঠিন হবে, সেটাও জানেন তামিম। সহঅধিনায়ক তাই বলছেন, সব বিভাগেই সেরাটা খেলতে হবে বাংলাদেশকে। ওয়ানডেতে একটা দিকে খারাপ করলে আরেকটায় ভালো করে সেটা পুষিয়ে নেওয়া যায়। কিন্তু টেস্টে সব ভালো করতে হবে। ব্যাটিঙের সময় উইকেট ধরে রাখতে হবে, বড় জুটি গড়তে হবে। আবার যতো বেশি রানই করি, ২০ উইকেট নিতে না পারলে ফল পক্ষে আসবে না। সব দিকে মনোযোগ দিয়ে ভালো খেলতে হবে।