চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৫ ছাত্রী অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৫ ছাত্রী গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নেয়া হয়। তিন শিশু শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও নূহা ও তিসাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।

কর্তব্যরত চিকিৎসক বিদ্যালয়ের ৫ শিশু শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার বিষয়ে বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এরা গণহিস্টোরিয়ায় আক্রান্ত হয়েছে। সকালে না খেয়ে বিদ্যালয়ে ক্লাস করার সময় এরা অসুস্থ হয়ে পড়ে বলে মন্তব্য সহপাঠীদের কয়েকজনের। একজন শিক্ষকেরও অভিমত প্রায় একই রকম।

জানা গেছে, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৫ ছাত্রী রিজিতা, জাববা, তোহা, তিসা, নূহা অসুস্থ হয়ে পড়ে। এদেরকে হাসপাতালে নেয়ার পাশাপাশি অভিভাবকদের খবর দেয়া হয়। হাসপাতালে নিয়ে তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরিয়ে নেয়া হলেও ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ার তিসা ও পৌর কলেজপাড়ার নূহাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।