স্টাফ রিপোর্টার: একের পর এক চুরির ঘটনায় আবার রাতপাহারা শুরু করেছেন চুয়াডাঙ্গার পলাশপাড়াবাসী। গতরাত থেকে নতুনভাবে শুরু হয়েছে রাতপাহারা। এর আগে গত বছর কয়েক মাস পাহারা দেন তারা।
২০১৪ সালের শেষের দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়ায় কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এরপর থেকে এলাকার ভিআইপি ব্যক্তিসহ সাধারণ মানুষ পালাক্রমে রাতপাহারা বসান। কয়েক মাস আগে রাতপাহারা বন্ধ করে দেন তারা। ঈদের পর এলাকার কয়েকটি বাড়িতে ফের চুরির ঘটনা ঘটলে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় সদর থানার ওসি লিয়াকত হোসেনের উপস্থিতিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আলোচনায় বসেন। সিদ্ধান্ত অনুযায়ী চোর প্রতিরোধ কমিটির নেতৃত্বে গতরাত থেকে রাতপাহারা শুরু হয়েছে। চোর প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম মাথাভাঙ্গাকে বলেন প্রতিরাতে ২০ জনের সমন্বয়ে পালাক্রমে এ রাতপাহারা চলবে। তিনি এও বলেন, চুয়াডাঙ্গা পৌর শহরে বসবাস করে যদি রাতপাহারা দিতে হয় এর মতো লজ্জা-কষ্টের আর কী থাকতে পারে?