গাংনীতে দু পক্ষের সংঘর্ষে আহত ১০

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা গ্রামে গতকাল মঙ্গলবার বিকেলে দু পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ বাধে বলে জানান আহতরা।

আহতরা হচ্ছেন- হাবিল উদ্দীন (৬২) ও তার ছেলে শাহাদুল ইসলাম (৪০), মেগদুল ইসলাম (৩৫), আশাদুল ইসলাম (৩০), শাহাদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (২৬) অন্যপক্ষের আব্দুল গনি (৬০) ও তার ছেলে আব্দুর রউফ (৩০), আমানুল ইসলাম (২৮), এনামুল হক (২৪) ও জাহিদুল জোয়ার্দার (১৫)।

আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণ নিয়ে হাবিল উদ্দীন ও আব্দুল গনি পক্ষের লোকজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। গতকাল বিকেলে হাবিল উদ্দীনের ছেলের বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দেয় আব্দুল গনি পক্ষের লোকজন। এ নিয়ে দু পক্ষের মধ্যে টান টান উত্তেজনা শুরু হয়। বাগবিতণ্ডা ও গালমন্দের এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থেমে গেলে উভয়পক্ষের আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে উল্লেখ করে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment