ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাস অবরোধ করেছেন বলে জানা গেছে। এছাড়া তাদের বাধার ফলে অনুষ্ঠেয় অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ক্যাম্পাসে পৌঁছানোর পর মেন গেটে চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা আটকে দেয়। সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কমিটির যুগ্মসম্পাদক মাহবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দার ও সাবেক ছাত্রলীগ নেতা ইলিয়াস জোয়ার্দারের নের্তৃত্বে ১৮-২০ জন সাবেক কমিটির নেতাকর্মীরা বাসগুলো প্রধান ফটকের বাইরে বের হতে দেননি। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপাচার্যের বাংলোতে (বাসভবনে) অর্থনীতি বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। বোর্ডে আগত বেশ কয়েকজন প্রার্থীকে বেলা সোয়া ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তেড়ে বের করে দেন চাকরি প্রত্যাশী ছাত্রলীগের ওই নেতাকর্মীরা। পরে চাকরি প্রত্যাশীদের বাধার মুখে কোনো প্রার্থী আর সেদিকে যেতে পারেননি। এমতাবস্থায় দুপুর সোয়া দুইটার দিকে বোর্ড স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য পরিসংখ্যান ও ২ আগস্ট আইন বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ডও স্থগিত করে দেয় প্রশাসন। তবে এ বোর্ডের পরবর্তি কোনো তারিখ এখনো ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার পর চাকরি প্রত্যাশীরা আটকে রাখা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো ছেড়ে দেয়। তবে নিয়োগ বোর্ড স্থগিত হলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগেই স্বাভাবিকভাবে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দার বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদেরকে দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির কথা বলে কয়েক দফা মৌখিক পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের নিয়োগ না হলেও শিক্ষক নিয়োগ থেমে নেই। আমাদের চাকরি না দিয়ে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো নিয়োগ দিতে দেয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকার বলেন, উদ্ভুত পরিস্থিতিতে অনিবার্যকারনবশত বোর্ড স্থগিত করা হয়েছে। এছাড়া চাকরি প্রত্যাশী ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা যে কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের দাবি করছে সে ব্যাপারে ইউজিসি থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তাই নিয়ম বহির্ভূতভাবে এরকম কোনো নিয়োগ দেয়া সম্ভব নয়।