রাজন হত্যা : জালালাবাদ থানার ওসি আলমগীর বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার: চাঞ্চল্যকর সিলেটের রাজন হত্যার ঘটনায় প্রত্যাহার হওয়া জালালাবাদ থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিট্রন পুলিশের এডিসি (মিডিয়া) মো. রহমতুল্লাহ। রাজন খুনের ঘটনার পর পুলিশের গাফিলতির অভিযোগ গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পুলিশ হেড কোয়ার্টার থেকে তাকে বরখাস্ত করা হয়। একই অভিযোগে জালালাবাদ থানার এসআই জাকির হোসেন ও আমিনুল ইসলামকেও বরখাস্ত করা হয়েছে।