মাথাভাঙ্গা মনিটর: ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক রোমেরো। চার মরসুমের সুযোগ রেখে তিন বছরের জন্য ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন গত বিশ্বকাপের ফাইনাল ও কোপা আমেরিকার ফাইনালে খেলা এ গোলরক্ষক। এ বিষয়ে ম্যান ইউ তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বার্তায় জানিয়েছে, আমরা খুশির সাথে জানাচ্ছি যে, আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো আমাদের সাথে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
ম্যান ইউতে যোগ দিতে পেরে খুশি রোমেরোও। বলেছেন, আমি ম্যান ইউতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। তিনি বলেন, বড় ক্লাবে খেলা একটা স্বপ্ন। এর মধ্যদিয়ে আমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে। ম্যান ইউ কোচ ভন গালের অধীনে খেলার সুযোগকে কাজে লাগাতে চান এ গোলরক্ষক।