স্টাফ রিপোর্টার: কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সাহেবনগর গ্রামে স্ত্রীর ভাড়া করা সন্ত্রাসীদের হামলায় স্বামী বাবুল মিয়ার (৩৫) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। মো. বাবুল মিয়া (৩৫) শাহেনগর গ্রামের তারু মিয়ার ছেলে। আহতরা হলেন- বাবুলের বড় ভাই মোতালেব হোসেন (৪২), ছোট ভাই আবুল হোসেন (২৫) ও তার স্ত্রী। জানা গেছে, বেশ কিছু দিন ধরে স্ত্রী নাজমা বেগমের সাথে স্বামী বাবুল মিয়ার পারিবারিক কলহ চলছিলো। কয়েক দিন আগে নাজমা বাবার বাড়ি উপজেলার কৈজুরী গ্রামে চলে যান। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় স্ত্রী নাজমা ভাড়া করা ১৪-১৫ জন সন্ত্রাসী নিয়ে সাহেবনগর গ্রামে এসে স্বামী বাবুল মিয়াকে মারপিট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।