স্টাফ রিপোর্টার: আগামী ১ আগস্ট থেকে সারাদেশের মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গতকাল সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়কে নিরাপত্তা বিধানে আগামী ১ আগস্ট থেকে সারাদেশের জাতীয় মহাসড়কে থ্রিহুইলার অটোরিকশা এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
ঈদুল ফিতরের আগে ও পরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ২৪০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পরই মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের কথা সরকারের পক্ষ থেকে জানানো হলো। এর আগে গত বুধবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে মনিটরিং দলের এক পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সভায় ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে অটোরিকশার অবাধ চলাচল দুর্ঘটনা ঘটাচ্ছে। তাই জাতীয় মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।