মাথাভাঙ্গা মনিটর: ছোট বোন লিনি সাবরিনকে নিয়ে একই মঞ্চে গান গেয়ে নিউইয়র্কের দর্শক-শ্রোতাদের মন জয় করলেন কোকিল কণ্ঠী ও ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। প্রথমে বেবী নাজনীন, মাঝে লিনি সাবরিন এবং পরে দুই বোনের দ্বৈত পরিবেশনা প্রবাসী বাংলাদেশিদের দারুণ মুগ্ধ করে। বেবী নাজনীনের এই সঙ্গীত সন্ধ্যাটি পরিণত হয় প্রবাসে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামেলির ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা। পেশাগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বেবী নাজনীন। গেল রোজার ঈদ উদযাপন করেছেন নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির বাসিন্দা ছোট বোন কণ্ঠশিল্পী লিনি সাবরিন এবং ছেলে মহারাজ অভিতাভের সাথে।