নওগাঁয় বিএসএফ’র গুলিতে গরু ব্যবসায়ী নিহত

 

স্টাফ রিপোর্টার: নওগাঁর সাপাহারে আদাতলা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে জিয়াউর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি গরুব্যবসায়ী নিহত। নিহত জিয়াউর রহমান উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে।

১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান জানান, গতকাল সোমবার ভোরে জিয়াউর রহমানসহ ৭-৮ জন গরু ব্যবসায়ীরা অবৈধভাবে সাপাহার সীমান্তের আদাতলা ক্যাম্পের পাতাড়ী এলাকার ২৪২ নং পিলার এলাকা দিয়ে ভারতে যান। তারকাটা কেটে ভারতীয় গরু নিয়ে দেশে ফেরার সময় সকাল সাড়ে ৫টার দিকে ভারতীয় রাঙামাটি ৩১ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে এলেও জিয়াউর রহমান ভারতের অভ্যন্তরে ৩শ গজ ভেতরে গেলে বিএসএফ’র গুলিতে সে নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। জিয়াউর রহমানের লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফর কাছে চিঠি পাঠানো হয়েছে।