চট্টগ্রামের খেলা ঢাকায় দেখাতে চায় বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নিজেদের পারফরম্যান্সে খুশি স্বাগতিকরা। ড্র হওয়া সেই ম্যাচে ভালো খেলার আত্মবিশ্বাস পুঁজি করে ঢাকাতেও ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশের ক্রিকেটাররা। বৃষ্টিতে শেষ দু দিনের খেলা ভেসে যাওয়ার আগে চট্টগ্রাম টেস্টে এগিয়ে ছিলো বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে এটাই হবে স্বাগতিকদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।
                প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। পরে ৩২৬ রান করে ৭৮ রানের লিড নেয় তারা। বৃষ্টিতে ম্যাচ ড্র হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬১ রান করে অতিথিরা। গত সোমবার মিরপুরে দলের অনুশীলনের পর সাংবাদিকদের ইমরুল জানান, চট্টগ্রাম টেস্টে ইতিবাচক খেলার ধারাবাহিকতা ঢাকাতেও ধরে রাখতে চান তারা।  আমি আগেও বলেছি, আমরা যদি টেস্ট ড্র করতে পারি সেটা আমাদের বড় একটা অর্জন হবে। চট্টগ্রাম টেস্টে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা ইতিবাচক ক্রিকেট খেলেছি। দুর্ভাগ্য বৃষ্টি হয়েছিলো, তারপরও আমরা ইতিবাচক খেলেছি।
                চট্টগ্রাম টেস্ট দিয়ে এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে আগের আট টেস্টেই হারে তারা, যার সাতটি ছিলো ইনিংস ব্যবধানে। আবার সেই হারের চক্রে পড়তে চায় না বাংলাদেশ। ইমরুল জানান, সামনে এগোতে পথ দেখাচ্ছে চট্টগ্রাম টেস্ট, আমরা যদি ওই আত্মবিশ্বাস রাখি এবং পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি তাহলে ঢাকা টেস্টে চট্টগ্রামের মতোই এগোতে পারবো।