আফগানিস্তানে বিয়ের আসরে গোলাগুলিতে নিহত ২০

মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে একটি বিয়ের আসরে গোলাগুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই বিয়ের অতিথি এবং তাদের বয়স ১৪ থেকে ৬০ বছরের মধ্যে। ঘটনাস্থলে আফগান নিরাপত্তা বাহিনীগুলোকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা পুলিশ কর্মকর্তা গুলিস্তান কাসানি জানিয়েছেন, এক প্রাদেশিক পুলিশ কর্মকর্তার আত্মীয়কে হত্যার পর সংঘর্ষ শুরু হয়। স্থানীয় এক মোল্লার ছেলের বিয়েতে প্রায় ৪০০ অতিথি উপস্থিত হয়েছিলেন বলে জানিয়েছেন কাসানি। এসব অতিথিদের মধ্যে পরস্পরবিরোধী দুটি গোষ্ঠীর লোকজনও উপস্থিত ছিলেন। মৃতদেহগুলো উদ্ধার করার সময় আমরা বুঝতে পারছিলাম না কে গুলিবর্ষণকারী আর কে নয়, কারণ আমরা কোনো অস্ত্র খুঁজে পাইনি। বাগলান প্রদেশটি তালেবানের সহিংসতায় আক্রান্ত, এছাড়া স্থানীয় শত্রুতা ও প্রতিদ্বন্দ্বী অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যেও সহিংসতার ঘটনা ঘটে থাকে।