মাথাভাঙ্গা মনিটর: বিশিষ্ট অভিনেত্রী তৃণমূল এমপি শতাব্দী রায়কে সারদাকাণ্ড কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত শনিবার তলব করেছে। আগামী বুধবার কোলকাতার সল্টলেকে অবস্থিত ইডির কার্যালয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছে বলে কোলকাতা কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। শতাব্দী রায় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সারদাকাণ্ড ফাঁস হওয়ার পর এর সাথে যুক্ত থাকার অভিযোগ ওঠে শতাব্দীর বিরুদ্ধে।
খবরে বলা হয়, ইডি শতাব্দীর কাছ থেকে জানতে চাইতে পারে সারদার সাথে তার কি চুক্তি হয়েছিলো এবং সারদা থেকে তিনি কতোটা আর্থিক লাভবান হয়েছিলেন। তবে ওই দিন শতাব্দী রায় ইডির কার্যালয়ে হাজির হবেন কি-না তা জানা যায়নি। কারণ এখন দিল্লিতে চলছে সংসদ অধিবেশন। গত বছরের শেষ দিকে দেশটির কেন্দ্রীয় সরকারের তদন্ত সংস্থা এসএফআই’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সারদা গোষ্ঠী থেকে বিপুল অঙ্কের টাকা নিতেন শতাব্দী। ১৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে জানানো হয়, শতাব্দী রায় সারদা গোষ্ঠীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। শুধু তা-ই নয়, তিনি ছিলেন সারদার ব্যবসা বাড়ানোসংক্রান্ত কাজের অন্যতম সংগঠক।