মেহেরপুর অফিস: নোংরা পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত শহরের কোর্ট সড়কের পপি দধি ভাণ্ডার ও শহরের ঘোষপাড়ার কুতুব আলীর আইসক্রিম ফ্যাক্টরিতে নোংরা পরিবেশ এবং অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরির অপরাধে জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস ওই আদালত পরিচালনা করেন। শহরের কোর্ট সড়কের পপি দধি ভাণ্ডারের মালিক জিতেন ঘোষকে ৩ হাজার টাকা এবং শহরের ঘোষপাড়ার কুতুব আলীর আইসক্রিম ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তাকে সহযোগিতা করেন সেনেটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, এএসআই জালাল প্রমুখ।