মেহেরপুরের প্রতিটি গ্রামগঞ্জে পিচঢালা পথ করা হবে
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বলেছেন, প্রতিটি গ্রাম গঞ্জে কোন কাচা রাস্তা থাকবে না, পিচঢালা পথ করা হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ে তুলা হবে। গতকাল রোববার বিকেলে মুজিবনগর মোনাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোপালনগর গ্রামে মসজিদ, কাঁচা রাস্তা, ঘাট পরিদর্শনকালে তিনি এ কথাগুলো বলেন। এ সময় সাথে ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলী, সদর উপজেলা সম্পাদক এসএম রাসেল, মোনাখালী ওয়ার্ড আ.লীগের সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক এনামুল হকসহ ওয়ার্ড আ.লীগ নেত্রীবৃন্দ।