পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ

 

স্টাফ রিপোর্টার: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরিচলাচল স্বাভাবিক রয়েছে। প্রচণ্ড ঢেউয়ের ফলে দুর্ঘটনার আশঙ্কায় গতকাল রোববার বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান লঞ্চ চলাচল বন্ধের কথা নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ সূত্রে  জানা গেছে, গতকাল রোববার বিকেল থেকে পদ্মা নদীতে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এজন্য দুর্ঘটনার আশঙ্কায় এই রুটে চলাচলকারী ২৫টি লঞ্চ বন্ধ রাখা হয়েছে। অপরদিকে একই কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা কাজীরহাট নৌরুটেও ১০টি লঞ্চ বন্ধ করে দেয়া হয়েছে। সর্বশেষ রাত ৮টায়ও লঞ্চ চলাচল শুরু হয়নি।

এদিকে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, বৈরি আবহাওয়া থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া অনুকূলে এলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে বলে জানান লঞ্চ কর্তৃপক্ষ।